কোটি টাকা মূল‍্যের নিষিদ্ধ সিরাপ উদ্ধার : আপেলের আড়ালে ফেনিসিডিল

17th August 2021 6:54 pm অনান‍্য
কোটি টাকা মূল‍্যের নিষিদ্ধ সিরাপ উদ্ধার : আপেলের আড়ালে ফেনিসিডিল


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : আবারও বড়  সাফল্য পেলো ত্রিপুরার ঊনকোটি জেলার পেচারতল থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে  কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক গমনজয়  রিয়াং এর নেতৃত্বে  পেচারতল থানার ওসি জাহাঙ্গীর হোসেন  সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী  পেচারতল থানার সামনে নাকা পয়েন্টে  অভিযান চালান ।   WB 23 C 8397  নম্বরের একটি ছয় চাকার লরি  থানার সামনের নাকা পয়েন্টে আসতেই  পুলিশ গাড়িটিকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশি চলাকালে প্রথমে  খাবার অযোগ্য ২০০ কাটুন আপেল  উদ্ধারের পর   পাওয়া যায়  ফেনসিডিল নামক  নেশা সামগ্রীর  কাটুন। ফেনসিডিলের ৮৫ কাটুনে  মোট ৮৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়। সঙ্গে সঙ্গেই লরিটি সহ  গাড়ির চালক  নুর  আলম (বয়স ৪৫ ) ও  সহ চালক  হোলিকত আলী ( বয়স ৪২ ) এই দুইজনকে পেচারতল থানার পুলিশ  গ্রেফতার করে। জানা গেছে  গাড়ির চালক এবং সহ চালকের বাড়ি পশ্চিমবঙ্গের  হাওড়া জেলার বেলুড় মঠ  থানার অনজুমার  স্কুল সংলগ্ন এলাকায়। ধৃতরা জানিয়েছে  গত ১১ আগস্ট  গুয়াহাটি থেকে ত্রিপুরার উদ্দেশ্যে আসছিল। তল্লাশি চলাকালে  পুলিশের সাথে  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন ডিসিএম সৌরভ আলম। পুলিশ সূত্রে জানা গেছে  ধৃতদের বিরুদ্ধে  এন ডি পি এস ধারায় একটি মামলা গ্রহণ করেছে। পুলিশ জানিয়েছে  উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। আগামীকাল ধৃতদের  জেলা আদালতে পাঠানো হবে।





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।